সচিবালয় গেটে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন

 সচিবালয় গেটে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন

সংগৃহীত ছবি

বাংলাদেশ সচিবালয়ের এক নম্বর গেটের সামনে পুলিশ ও প্রাইমএশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ বুধবার (৮ জানুয়ারি) সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক খুদে বার্তায় বিষয়টি জানিয়েছেন।

পুলিশ জানায়, সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ডিএমপি। বিষয়টি নিয়ে তদন্ত কাজ চলছে। তদন্ত শেষে প্রতিবেদন জমা দেওয়া হবে।

এর আগে, মঙ্গলবার (৭ জানুয়ারি) স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ ৯ দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে সচিবালয়ের এক নম্বর গেটের সামনে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

এ বিষয়ে শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, ‘শিক্ষার্থীরা সচিবালয়ের গেটে বিশৃঙ্খলা করছিল। তারা ভেতরে যাওয়ার চেষ্টা করছিল। পুলিশ তাদের বাধা দিয়েছে। কিছুক্ষণ পর শিক্ষার্থীরা সেখান থেকে চলে যান।’

Previous Post Next Post