চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবকে দলে চায় বিসিবি

 চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবকে দলে চায় বিসিবি

আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিব আল হাসানকে দলে ভেড়াতে চায় বিসিবি। এর আগে দেশের মাটিতে শেষ টেস্ট খেলে ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটকে বিদায় জানাতে চেয়েছিলেন সাকিব। কিন্তু নানা জটিলতায় শেষ পর্যন্ত তা আর সম্ভব হয়নি।

আওয়ামী লীগ সরকার পতনের পর আর দেশেই ফিরতে পারেননি আওয়ামী লীগের সাবেক এই এমপি। তবে এবার পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারকা ক্রিকেটারকে পেতে চেষ্টা চালাচ্ছে বিসিবি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে চেয়েও পারেননি সাকিব। এরপর বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজে পূর্ণাঙ্গ সিরিজ খেললেও সেসময় জাতীয় দলের বিবেচনায় ছিলেন না দেশসেরা এ ক্রিকেটার। বিপিএলেও দল পেয়ে খেলতে আসতে পারেননি। এক কথায়- সাকিবকে যেন ভুলতেই বসেছে দেশের ক্রিকেট। এমন সময় হঠাৎ তাকে দলে ফেরানোর কথা বললেন বিসিবি প্রধান ফারুক আহমেদ।

আগামী মাস থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। মর্যাদার এই আসরে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিবকে পেতে চাইছে বিসিবি। শুক্রবার (৩ জানুয়ারি) গণমাধ্যমকে একথা জানিয়েছেন বিসিবি প্রধান।

এ বিষয়ে ফারুক আহমেদ বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসানকে পেতে চেষ্টা করবে বিসিবি। বিপিএলের মাঝেই তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।’

উল্লেখ্য, বাংলাদেশের হয়ে সাকিব সর্বশেষ মাঠে নেমেছিলেন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে। ওই সিরিজের মাঝপথেই টি২০ থেকে অবসরের ঘোষণা দেন তারকা ক্রিকেটার। জানিয়েছিলেন টেস্ট ক্রিকেটেও অবসর নিতে চান ঘরের মাটিতে খেলে। তবে শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে নীরব ভূমিকা পালন করায় তার দেশে ফেরার ক্ষেত্রে নিরাপত্তা শঙ্কা দেখা যায়। সেজন্য দক্ষিণ আফ্রিকা সিরিজে দলে থেকেও শেষ পর্যন্ত দেশে ফিরতে পারেননি সাকিব।

Previous Post Next Post