ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জাননিয়েছেন, রাজধানীর হাজারীবাগ বাজারে আগুন লাগা একটি ট্যানারি গোডাউনটির ভবনে কোনো ধরনের অগ্নিনিরাপত্তাই ছিল না। অথচ, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের জন্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বেশ কয়েকবার নোটিশ পাঠানো হয়েছিল ভবনটির মালিক ফিনিক্স লেদারকে।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে আগুন লাগা ভবনটির সামনে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে জানিয়ে তিনি বলেন, ভবনটির কোনও সেফটি প্ল্যান ছিল না। এর আগে কয়েকবার তাদেরকে নোটিশ পাঠিয়েছিল ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় বিকেল ৪টা ৫০ মিনিটে নিয়ন্ত্রণে আসে ভবনটির আগুন। এ সময় তাদের সহযোগিতা করে সেনাবাহিনী এবং বিজিবিও।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে তেমন কিছু জানা গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যেহেতু এটি লেদার গোডাউন তাই সেখানে কেমিক্যালের উপস্থিতি থাকতে পারে।