মেডিকেল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় পাশ করা ১৯৩ জনের যাচাই-বাছাই ২৯ জানুয়ারির মধ্যে হবে। সে পর্যন্ত তাদের ভর্তি প্রক্রিয়া স্থগিত থাকবে। আজ সোমবার (২০ জানুয়ারি) বিকেলে নিউজ টোয়েন্টিফোরকে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর সায়েদুর রহমান এবং সচিব সারোয়ার বারী।
তারা জানান, মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটায় যে ১৯৩ জন পাস করেছেন, তাদের ফল স্থগিত করা হয়েছে। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি ১৯৩ জনের মৌখিক পরীক্ষা নেবেন। মুক্তিযোদ্ধা কোটায় ছেলেমেয়ের বদলে অনেকেই নাতি-নাতনি হয়ে পরীক্ষা দিয়েছেন। কমিটিএগুলো যাচাই বাছাই করে সেখানে যারা সঠিক তথ্য দিতে পারবেন, তারা ছাড়া বাকিদের মেধা কোটায় আসতে হবে।
এর আগে, এদিন সকালে শহীদ মিনারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে মেডিকেল ভর্তি পরীক্ষার ফল আজ সোমবার মধ্যে বাতিলের দাবি জানায় আন্দোলনরত শিক্ষার্থীরা। পাশাপাশি মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে ফল পুনরায় প্রকাশের দাবি তাদের।
রোববার রাতেও একই দাবিতে রাজধানীর মিলন চত্বর থেকে মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শিক্ষার্থীরা। এসময় তাঁদের সঙ্গে বুয়েটের শিক্ষার্থীরাও যোগ দেন।
শহীদ মিনারে শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, কোটার মাধ্যমে আবারও মুজিববাদ ও শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে। বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে এখনও কোটা রয়ে গেছে বলেও মন্তব্য করেন তারা। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, অবিলম্বে এই কোটা প্রথা বাতিল করতে হবে।