ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার ব্যাপক হামলা

ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার ব্যাপক হামলা

ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চল। 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাতে অনলাইন সিএনএন জানিয়েছে রাজধানী কিয়েভ থেকে শুরু করে কৃষ্ণ সাগর তীরবর্তী শহর ওদেসা পর্যন্ত বিস্তৃত হয়েছে মস্কোর হামলা।

 ইউক্রেনের জ্বালানিমন্ত্রী জার্মান হালুশচেঙ্কো তার ফেসবুক পোস্টে বলেছেন, শত্রুরা (রাশিয়া) তাদের ‘সন্ত্রাসবাদী’ আচরণ অব্যাহত রেখেছে। তারা আবারও ইউক্রেন জুড়ে জ্বালানি অবকাঠামোগুলোকে লক্ষ্যবস্তু করেছে। এতে চরম দুর্ভোগে পড়েছে আক্রান্ত অঞ্চলের সাধারণ মানুষ। 

জ্বালানিমন্ত্রী জানিয়েছেন, এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট করা হয়নি, তবে লোকজনকে আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান জানানো হয়েছে। 

শুক্রবার সকালে কিয়েভের রাস্তাগুলো ছিল একদম ফাঁকা। এর আগে কিয়েভের বিমান বাহিনী সতর্কবার্তা জারি করে বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ দেয়।

চলতি বছরে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোগুলোতে ১২ বার এমন ‘বড় ধরনের’ হামলা চালিয়েছে রাশিয়া। এ তথ্য দিয়ে ইউক্রেনের এনার্জি গ্রিড অপারেটর ইউক্রেনারগো জানিয়েছে, শুক্রবারের হামলার পর কিয়েভসহ দেশটির বেশ কয়েকটি অঞ্চলের বিদ্যুৎ সুবিধা ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ফলে দেশজুড়ে জরুরি বিদ্যুৎ সেবা ব্যাহত হচ্ছে। 

ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় বড় শহর লভিভ এবং তার আশপাশের এলাকাগুলোতেও হামলা চালিয়েছে রাশিয়া। হামলার পর থেকে লভিভের প্রায় পুরো এলাকা এবং এর আশপাশের অঞ্চল বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। ইউক্রেনের বিদ্যুৎ পরিসেবা কোম্পানি ইয়াসনো জানিয়েছে, লভিভ এবং তার আশপাশের অন্তত ৩৫ লাখ মানুষ শুক্রবার সকাল থেকে বিদ্যুৎবিহীন রয়েছেন। তবে হামলার পর এখন পর্যন্ত হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।

Previous Post Next Post