ঠাকুরগাঁওয়ের সকল ধর্মালম্বীদের নিয়ে সম্প্রীতি সমাবেশ ও র‍্যালি

 ঠাকুরগাঁওয়ের সকল ধর্মালম্বীদের নিয়ে সম্প্রীতি সমাবেশ ও র‍্যালি

ঠাকুরগাঁওয়ে সম্প্রীতির ঐক্যতানে গাহি সাম্যের গান- এই স্লোগানে সকল ধর্মালম্বীদের নিয়ে সম্প্রীতি র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁওয়ের হরিপুর থানা পুলিশের আয়োজনে সোমবার সকাল ১১টায়, থানা চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ গিয়ে শেষ হয়।

সেখানে হরিপুর  থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়ার সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের, মাওলানা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা নগেন পাল, পাহিলট মাথনী। অনুষ্ঠান সঞ্চালনায়  ছিলেন ইন্সপেক্টর (তদন্ত) শরিফুল ইসলাম।

Previous Post Next Post