বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা মামলাগুলো শেষ হলেই তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের তিনি একথা বলেন।
তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরবেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ওনার যখন সুযোগ হবে। অর্থাৎ, ওনার মামলা-মোকদ্দমাগুলো শেষ হলে উনি চলে আসবে।
এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কী বার্তা দিয়েছেন, এমন প্রশ্নে মহাসচিব বলেন, আপনারা সবাই ধৈর্য ধরবেন। একটা বিশাল বিজয় সূচিত হয়েছে জনগণের। এই বিজয়কে ফলপ্রসূ করতে হলে, অবশ্যই সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং গণতন্ত্রের প্রথম যে পদক্ষেপ সেই নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে।
এর আগে, গত ৩০ নভেম্বর ১০ দিনের সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি ২০১) সস্ত্রীক ঢাকা ত্যাগ করেন তিনি। রাজনৈতিক ও দলীয় কাজেই বিএনপি মহাসচিবের এই যুক্তরাজ্য যাত্রা। সফরে যুক্তরাজ্যে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাৎ হয়।